হোম > অপরাধ > খুলনা

বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আটক ৮ 

খুলনা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন গার্মেন্টস শ্রমিক তরুণী। এ ঘটনার মূল হোতাসহ ৮ জনকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। গতকাল রোববার গভীর রাতে বাগেরহাটের রামপাল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।

এ ঘটনায় আটককৃত হলেন, মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লা (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২), মো. হোসেন গাজী (১৮), মো. রাজু শেখ (২৪)। সকলেই বাগেরহাট রামপালের ঝনঝনিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গতকাল রোববার রামপালে এক গার্মেন্টস শ্রমিক তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার সময় গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে এক বন্ধুর (২০) সঙ্গে দেখা হয় ওই তরুণীর। এরপর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে স্থানীয় মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও মো. আসলাম শেখসহ তাঁদের ৭/৮ জন সহযোগী তরুণীকে টেনে হিঁচড়ে পরিত্যক্ত মাদ্রাসা মাঠে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীর বন্ধুকে অভিযুক্তরা মারধর করে আটকে রাখেন। এরপর ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন তাঁরা।

ভুক্তভোগীর চিৎকারের একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ও তাঁর বন্ধু বিষয়টি তরুণীর মাকে ফোন করে জানান। তরুণীর মা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে রামপাল থানায় এলাকায় অভিযান চালিয়ে আট আসামিদের আটক করে। 

অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা