হোম > অপরাধ > খুলনা

বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আটক ৮ 

খুলনা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন গার্মেন্টস শ্রমিক তরুণী। এ ঘটনার মূল হোতাসহ ৮ জনকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। গতকাল রোববার গভীর রাতে বাগেরহাটের রামপাল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।

এ ঘটনায় আটককৃত হলেন, মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লা (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২), মো. হোসেন গাজী (১৮), মো. রাজু শেখ (২৪)। সকলেই বাগেরহাট রামপালের ঝনঝনিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গতকাল রোববার রামপালে এক গার্মেন্টস শ্রমিক তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার সময় গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে এক বন্ধুর (২০) সঙ্গে দেখা হয় ওই তরুণীর। এরপর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে স্থানীয় মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও মো. আসলাম শেখসহ তাঁদের ৭/৮ জন সহযোগী তরুণীকে টেনে হিঁচড়ে পরিত্যক্ত মাদ্রাসা মাঠে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীর বন্ধুকে অভিযুক্তরা মারধর করে আটকে রাখেন। এরপর ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন তাঁরা।

ভুক্তভোগীর চিৎকারের একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ও তাঁর বন্ধু বিষয়টি তরুণীর মাকে ফোন করে জানান। তরুণীর মা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে রামপাল থানায় এলাকায় অভিযান চালিয়ে আট আসামিদের আটক করে। 

অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত