হোম > অপরাধ > খুলনা

অভয়নগরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে গুলিবিদ্ধ হয়ে একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের নাম সুব্রত মণ্ডল (৫০)। তিনি উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালী গ্রামের অনাথীর মণ্ডলের ছেলে। সুব্রত মণ্ডলের ঘের ও স্থানীয় বাজারে মাছের আড়ত রয়েছে। 

স্থানীয়রা বলছেন, দামুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে সকাল ৮টার দিকে চা খাচ্ছিলেন সুব্রত। সেখানেই তিনি গুলিবিদ্ধ হন। 

প্রত্যক্ষদর্শী চা-দোকানদার শিলা মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল আনুমানিক ৮টার সময় মোটরসাইকেলে করে দুজন লোক চা খেতে আসে। আমি তাদের বাড়ি কোথায় জানতে চাইলে তারা মনিরামপুর উপজেলার নেহালপুর থেকে এসেছে বলে জানায়। তারপর চা খেয়ে বাইরে চলে যায়। একটু পরে বিকট শব্দ শোনা যায়।’ 

শিলা মণ্ডল আরও বলেন, ‘তারপর আমি বাইরে এসে দেখি সুব্রত মণ্ডল মাটিতে পড়ে আছে। আর মোটরসাইকেলে করে ওই দুজন চলে গেছে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাঁর বুকে, পিঠে ও মাথায় গুলি করা হয়েছে।’

এ বিষয়ে সুব্রত মণ্ডলের বড় ছেলে নয়ন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা সকালে বাড়ি থেকে চা খেতে দোকানে যান। তারপর লোক মারফত জানতে পারি বাবাকে কারা গুলি করেছে। আমার বাবা খুলনার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি। দেড় মাস আগে জেল থেকে জামিনে বের হয়েছেন। আমি আমার বাবার খুনিদের বিচার চাই।’ 

এ ঘটনায় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সংবাদ পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারব।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে