ঢাকায় ডাচ্–বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনার সিঅ্যান্ডবি কলোনিতে ঢাকা-খুলনা পুলিশের যৌথ অভিযানে আকাশ নামের একজনকে আটক করা হয়েছে। আজ রোববার ভোর থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযান চলে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) এডিসি মো. রাশেদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে ভোরে এ অভিযান শুরু করা হয়।
মো. রাশেদ আরও বলেন, খুলনায় সিঅ্যান্ডবি কলোনির ২০ নম্বর ভবনের চতুর্থ তলায় মো. জাহাঙ্গীরের বাসভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় জাহাঙ্গীরের নিকটাত্মীয় আকাশ নামের একজনকে আটক করা হয়। তবে টাকা উদ্ধার হয়েছে কি না—এ বিষয়ে কিছুই জানা যায়নি। পরবর্তী সময়ে ঢাকায় বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এদিকে স্থানীয় মো. রাজু নামের এক ব্যক্তি জানান, আকাশ ঢাকায় বসবাস করেন। মাঝেমধ্যে খুলনায় বেড়াতে আসেন। তবে তিনি ঢাকায় কী করেন, তা জানাতে পারেননি রাজু।