হোম > অপরাধ > খুলনা

কুমারখালীতে কলেজের প্রশাসনিক ভবন থেকে অফিস সহায়কের মরদেহ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবন এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে ভবনের তৃতীয় তলা থেকে মনিরুল ইসলাম নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলার চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে আলাউদ্দিন। ওই কলেজের অফিস সহায়ক হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে অন্যান্য সহকর্মীদের সঙ্গে কলেজ ত্যাগ করেছিলেন মনিরুল। কিন্তু কলেজ শেষে তিনি বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর ছেলে কলেজের মালি আইয়ুব আলী ও পিয়ন রমজান আলীকে নিয়ে কলেজে খোঁজাখুঁজি শুরু করেন। 

এরপর তাঁরা কলেজের প্রশাসনিক ভবনে এসে ভেতর থেকে কেচিগেটে তালা ঝোলানো দেখতে পান। পরে তালা খুলে ভেতরের খোঁজাখুঁজির করেন এবং তাঁর ব্যবহৃত মোবাইলে কল দেন। এ সময় ফোনের রিংটোন বেজে উঠলে ভবনের তিন তলায় গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাত সোয়া ৯টার দিকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এ বিষয়ে কলেজের মালি আইয়ুব আলী ও পিয়ন রমজান আলী বলেন, ‘বাদ মাগরিব মনিরুলের ছেলে বায়োজিদ জিম আমাদের সাথে করে বাবাকে খুঁজতে কলেজে আসে। এ সময় প্রশাসনিক ভবনে এসে দেখি ভেতর থেকে তালা দেওয়া। তালা খুলে আমরা ভেতরে ঢুকে খোঁজাখুঁজি করি। পরে জিম তাঁর বাবার (মনিরুল) ফোনে কল দেয়। রিংটোন বেজে উঠলে জিম তিনতলায় গিয়ে চিৎকার করে উঠে। আমরা দুজন ছুটে গিয়ে ঝুলে আছে আলাউদ্দিন।’ 

নিহত ব্যক্তির স্ত্রীর বড় ভাই আকরাম হোসেন বলেন, সন্ধ্যায় বোনের ছেলে ফোন দিয়ে জানায় বাবাকে পাওয়া যাচ্ছে না। এরপর সবাই মিলে স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করি। পরে সন্ধ্যায় জানতে পারি কলেজে মরদেহ ঝুলছে। কেন কীভাবে মারা গেছে তা বলতে পারছি না।

চাপড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বর মনোয়ার হোসেন লালন বলেন, ‘মনিরুল আমার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন মানসিক সমস্যা ও পারিবারিক সমস্যায় ভুগছিল। হয়তো মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছে। 

বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজিদুল ইসলাম বলেন, দুপুরে সবাই এক সাথে কলেজ ত্যাগ করি। পরে সন্ধ্যায় মোবাইলে জানতে পারি তিন তলায় মনিরুলের মরদেহ ঝুলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে কলেজের তৃতীয় তলা থেকে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক