হোম > অপরাধ > খুলনা

অভয়নগরে ফাঁদে ফেলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সোনার গয়না লুট

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে ফাঁদে ফেলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী অনিতা বিশ্বাসের সোনার গয়না লুট করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়ার ক্লিনিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার অনিতা বিশ্বাস পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত পুলিন বিহারীর স্ত্রী।

অনিতা বিশ্বাস বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে আমি হাসপাতাল সড়ক দিয়ে হেঁটে নওয়াপাড়ার ওয়াপদা মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে নওয়াপাড়ার আল মদিনা ক্লিনিকের পুরোনো ভবনের কাছাকাছি পৌঁছালে কোট-প্যান্ট পরা আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি আমাকে সালাম দেয় এবং কেমন আছি জানতে চায়। ভালো আছি বলে সামনে পা বাড়াতেই প্রায় সমবয়সী আরেক ব্যক্তি ছুটে এসে বলে, “চাচি আপনি ভুল করেছেন। উনি অনেক বুজুর্গ লোক। ওনার দোয়ায় অনেক কাজ হয়। ভালোভাবে কথা না বলে চলে আসলেন যে!” এ কথা বলে দ্বিতীয় ব্যক্তিটি পুনরায় আমাকে আগের ওই ব্যক্তির কাছে নিয়ে যায়।’

অনিতা বিশ্বাস আরও বলেন, ‘দ্বিতীয় ব্যক্তিটি তার মানিব্যাগ বের করে আগের ব্যক্তির হাতে দিয়ে দোয়া করতে বলে। আগের ব্যক্তিটি দোয়া পড়ে মানিব্যাগে ফুঁ দিয়ে দ্বিতীয় ব্যক্তির হাতে দিয়ে দেয়। পরে একটি কাচের গুটি বের করে আমার হাতে দিয়ে বলে, “নাকের কাছাকাছি ধরে রাখেন, দোয়া পড়ে দিচ্ছি।” গুটিটি আমি নাকের কাছে ধরলে অজ্ঞাত ওই ব্যক্তি কিছু একটা পড়ে ফুঁ দেয়। এরপর আমি ওই ব্যক্তির কথামতো আমার হাতে থাকা এক জোড়া সোনার রুলি, কানের দুল ও গলায় থাকা একটি চেইন খুলে দিয়ে দিই। পরে আমাকে তারা একটু সরে দাঁড়াতে বলে। এ সময় তারা আমার মোট আড়াই ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জেনেছি। তা ছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে প্রতারক চক্রের দুই সদস্য মাস্ক পরে থাকায় তাদের চেহারা শনাক্ত করা যায়নি।’

ওসি শামীম হাসান আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনার তদন্তে পুলিশ পাঠিয়েছি। প্রতারক চক্রকে ধরতে অভিযান চালানো হবে।’ 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার