হোম > অপরাধ > খুলনা

পার্কের ভেতরে কিশোরীকে ধর্ষণ, মালিক গ্রেপ্তার

যশোরের মনিরামপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাহেরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আব্দুর রহমান ওই গ্রামের গোলাম রসুলের ছেলে। তাহেরপুর গ্রামে অবস্থিত আল আমিন পার্কের মালিক তিনি।

এ ঘটনায় দুপুরে আব্দুর রহমানের নামে থানায় মামলা করেন কিশোরীর বাবা। এর পরপরই পুলিশ আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।

১৪ বছর বয়সী ওই কিশোরীর পরিবার আল-আমিন পার্কের পাশের একটি বাড়িতে ভাড়া থাকে। তার বাবা দিনমজুর এবং মা নওয়াপাড়ার একটি পাটকলের শ্রমিক। মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে।

মামলা সূত্রে জানা যায়, পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় ওই কিশোরী আব্দুর রহমানের পরিচিত। প্রায়ই কিশোরীর সঙ্গে কথা বলতেন আব্দুর রহমান। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে তিনি মেয়েটিকে বিভিন্ন লোভ দেখিয়ে গত বছরের ১৬ ডিসেম্বরের সন্ধ্যায় পার্কের ভেতরে ডেকে নিয়ে যান। এরপর পার্কের একটি কক্ষে ধর্ষণ করেন।

বাদী মামলায় উল্লেখ করেন, এ ঘটনার পর আব্দুর রহমান তাঁর মেয়েকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখান। ঘটনাটি প্রকাশিত হলে তিনি কিশোরীকে হত্যা করার হুমকি দেন।

গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুর রহমান আবারও মেয়েটিকে ফুসলিয়ে পার্কের ভেতরে ডেকে নিয়ে যান। একই ঘরে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকার শুনে তার মা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

তাহেরপুর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আসাদুজ্জামান বলেন, ‘বুধবার (২৩ ফেব্রুয়ারি)  মেয়েটিকে নিয়ে তার পরিবার আমার কাছে এসেছিল। তারা সবকিছু খুলে বলে বিচার দাবি করেন। আমি তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটি এখন আমাদের হেফাজতে আছে।’

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক