হোম > অপরাধ > খুলনা

জলাশয় থেকে চা-বিক্রেতার মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরতলির বাইপাস সড়কসংলগ্ন জলাশয় থেকে ইয়াসিন আলী (৩৫) নামে এক চা-বিক্রেতার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ইয়াসিন আলী শহরের সুলতানপুরের বাসিন্দা। পুরোনো সাতক্ষীরা এলাকায় তাঁর চায়ের দোকান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে তাঁর মাছের ঘেরের দক্ষিণ পাশে বাইপাস সড়কের ওপর তাজা রক্ত এবং সেখানে পড়ে থাকা একটি জুতা দেখে পথচারীরা ভিড় জমান। পরে তাঁরা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাস বনের পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পান। তিনি ঘটনাটি সদর থানার পুলিশকে জানালে সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইয়াসিন আলীকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের ওপর গলা কেটে হত্যা করে জলাশয়ে ফেলে দিয়েছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরের এক নারী এসে ওই মরদেহ তাঁর স্বামী ইয়াছিনের বলে দাবি করেন। 
 
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইউম বলেন, ‘গলাকাটা মরদেহটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ী ইয়াছিন আলীর। পুরোনো সাতক্ষীরায় তাঁর চায়ের দোকান রয়েছে। মরদেহের মাথা পাওয়া যায়নি।’ 

ওসি আরও বলেন, ‘স্থানীয় বিরোধের কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ ভোরে গলা কেটে হত্যা করে তাঁর মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা