হোম > অপরাধ > খুলনা

কুমারখালীতে মা ইলিশ ধরায় ৪ জেলেকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁদের কাছ থেকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মানদীর খেয়াঘাট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা-পুলিশের বিভিন্ন সদস্য।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা সদর থানার চর সাদিরাতপুর গ্রামের শামীম হোসেন, শাহিন আলী, জুয়েল হোসেন ও গনি মণ্ডল। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় সরবরাহ করা হয়েছে।

এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ইলিশ মাছ ধরা, কেনা, বেচা, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। সেই লক্ষ্যে আজ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়া, শিলাইদহ ও জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীতে অভিযান চালানো হয়।’

অভিযানে প্রায় পাঁচ কেজি ইলিশ মাছ ও প্রায় এক হাজার মিটার কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয় বলে জানান মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ২০ হাজার টাকা জরিমানা, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও মাছগুলো স্থানীয় এতিমখানায় সরবরাহ করা হয়েছে।’

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১