হোম > অপরাধ > খুলনা

তালায় গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ৩ 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় গৃহবধূ শিখা রানী হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি দল। আজ বৃহস্পতিবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের নিহতের স্বামী গোবিন্দ ঋষি (৩০), বাবা অনিল ঋষি (৬০) ও তাঁর ভাই মান্দার ঋষি (২০)। 

র্যাব সাতক্ষীরার কোম্পানি অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন জানান, এ ঘটনায় শিখা রানী দাসের তালা উপজেলার আমানুল্যাহপুর গ্রামের সূর্যকান্ত ঋষির মেয়ে। অন্যদিকে অভিযুক্ত স্বামী গোবিন্দ দাস সদর উপজেলার আটারই গ্রামের অনিল দাসের ছেলে। গত ৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। বিভিন্ন সময় স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে গত ১ জানুয়ারি স্বামী গোবিন্দ ঋষিসহ তাঁর পরিবারের লোকজন ওই গৃহবধূকে মারধর করে। এরপর তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশ্মি দিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। এরপর তাঁরা বাড়ি থেকে পালিয়ে যান। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সূর্যকান্ত ঋষি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদে ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের তালা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি