যশোরের বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিজানুর রহমান নামের এক চাষিকে হত্যার অভিযোগে সাইফুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার সকালে ধারালো দা দিয়ে মিজানকে (৫২) কুপিয়ে আহত করেন সাইফুল। পরদিন শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মিজানুর বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আল বাহার আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল একই থানার খড়িডাঙা গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই আনিসুর রহমান বলেন, ‘মিজান একজন বর্গাচাষি। শুক্রবার সকালে জমিতে কাজ করছিলেন তিনি। ওই জমির পাশেই সাইফুলের জমি। এ সময় জমি চাষ নিয়ে কথাকাটাকাটি হয় সাইফুলের সঙ্গে। সাইফুল তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে মিজানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা খবর দিলে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, নিহতের ছোট ভাই রোববার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। এ মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।