হোম > অপরাধ > খুলনা

আট বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মো. রানা গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ধর্ষণের অভিযোগে ওই শিশুর মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রানা গাজী উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকার মো. বিল্লাল গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিল্লাল গাজীর বাড়িতে শিশুটি বান্ধবী রোজের সঙ্গে খেলা করতে যায়। এ সময় রানা গাজী সুযোগ বুঝে শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ঘটনার সময় শিশুটি চিৎকার করলে তাকে গলা টিপে হত্যার চেষ্টাও করেন রানা। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে জানা গেছে, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আসামি রানা গাজীকে গ্রেপ্তার করেছি। পরে তাঁকে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে