হোম > অপরাধ > খুলনা

আট বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মো. রানা গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ধর্ষণের অভিযোগে ওই শিশুর মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রানা গাজী উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকার মো. বিল্লাল গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিল্লাল গাজীর বাড়িতে শিশুটি বান্ধবী রোজের সঙ্গে খেলা করতে যায়। এ সময় রানা গাজী সুযোগ বুঝে শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ঘটনার সময় শিশুটি চিৎকার করলে তাকে গলা টিপে হত্যার চেষ্টাও করেন রানা। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে জানা গেছে, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আসামি রানা গাজীকে গ্রেপ্তার করেছি। পরে তাঁকে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক