হোম > অপরাধ > খুলনা

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া যন্ত্রসহ আটক ৪ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার ডেমরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন রামপাল উপজেলার বর্ণী গ্রামের বাদশা শেখ (২৩), পিরোজপুরের নরখালী গ্রামের রাব্বি ইসলাম (২৪), ফকিরহাটের চিত্রা গ্রামের কার্তিক শীল (২৫), খাজুরা গ্রামের মো. আবুল কারিম (২৭)। এঁদের মধ্যে কার্তিক শীল ছাড়া অন্য তিনজন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন পদে চাকরি করেন। 

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষার যন্ত্র চুরি হয়। এ ঘটনায় ১৬ জানুয়ারি রামপাল থানায় মামলা করেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, ‘প্রথমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চোর চক্রের চারজনকে আটক করি। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাব্বির এক আত্মীয়ের বাড়ি থেকে কয়লা পরীক্ষার যন্ত্রটি উদ্ধার করি।’ চুরির সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি। 

তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ বলেন, ‘চুরির সঙ্গে জড়িত তিনজন তৃতীয় পক্ষের হয়ে কাজ করেন কেন্দ্রের মধ্যে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাব।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি