হোম > অপরাধ > খুলনা

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া যন্ত্রসহ আটক ৪ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার ডেমরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন রামপাল উপজেলার বর্ণী গ্রামের বাদশা শেখ (২৩), পিরোজপুরের নরখালী গ্রামের রাব্বি ইসলাম (২৪), ফকিরহাটের চিত্রা গ্রামের কার্তিক শীল (২৫), খাজুরা গ্রামের মো. আবুল কারিম (২৭)। এঁদের মধ্যে কার্তিক শীল ছাড়া অন্য তিনজন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন পদে চাকরি করেন। 

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষার যন্ত্র চুরি হয়। এ ঘটনায় ১৬ জানুয়ারি রামপাল থানায় মামলা করেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, ‘প্রথমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চোর চক্রের চারজনকে আটক করি। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাব্বির এক আত্মীয়ের বাড়ি থেকে কয়লা পরীক্ষার যন্ত্রটি উদ্ধার করি।’ চুরির সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি। 

তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ বলেন, ‘চুরির সঙ্গে জড়িত তিনজন তৃতীয় পক্ষের হয়ে কাজ করেন কেন্দ্রের মধ্যে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাব।’

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক