ভারতে পাচারকালে বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন থেকে ৯টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান নামে এক পাসপোর্টধারী যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান বরগুনার বামনা উপজেলার সিংড়া বুনিয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আমাদের কাছে গোপন খবর আসে যে বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীর মাধ্যমে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা ভারতে প্রবেশের আগমুহূর্তে সন্দেহভাজন এক যাত্রীকে আটক করেন। পরে তাঁর শরীরে তল্লাশি করে ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়।
সহকারী পরিচালক আরও বলেন, ওই যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।