হোম > অপরাধ > খুলনা

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যা 

মাগুরা প্রতিনিধি

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে মাগুরা পৌর এলাকার পারন্দুয়ালী পূর্ব পাড়া গ্রামের জোসনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, জিহাদ হোসেন নামে এক প্রতিবেশী ও তাঁর পরিবারের লোকজন গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জোসনা বেগমকে মারধর করে। এ সময় তিনি জ্ঞান হারালে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান চিকিৎসকেরা।

ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রতিবেশী জিহাদের স্ত্রী জহুরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির প্রায় কাছেই নিজেদের একটি জমিতে তাঁরা বাণিজ্যিক ভাবে নেপিয়ার ঘাস চাষ করেছেন। ঘটনার দিন সকালে নেপিয়ার ঘাসের খেতে জিহাদ হোসেনের গরু ঢুকে পড়লে তাঁর মা জোসনা বেগম প্রতিবেশী জিহাদ কে জানালে তখন মায়ের কথাকাটাকাটি হয়।

একই দিনে দুপুরে জোসনা বেগম ও তাঁর বড় ছেলে বাড়ির পাশে কুমার নদী থেকে গোসল করে বাড়ি ফেরার পথে আবারও জিহাদ হোসেনর সঙ্গে দেখা হয়। এ সময় জিহাদ হোসেন ও তার পরিবারের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে জোসনা বেগম ও রুবেলের ওপর হামলা চালায়। বেদম পেটানোর পরে জিহাদ ও তাঁর পরিবার পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। মা ও ছেলের মধ্যে জোসনা বেগমের অবস্থা অবনতি হলে প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দৌলতদিয়া ফেরি ঘাটে অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় জোসনা বেগম। 

আহত রুবেল মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আমল বলেন, নিহত জোসনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার