হোম > অপরাধ > খুলনা

ঝিকরগাছায় স্পেনপ্রবাসীর বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যা, মেয়েকে জখম 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় এক স্পেনপ্রবাসীর বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে নিহতের মেয়ে। 

নিহত গৃহবধূ হলেন নওয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী ফেরদৌসী আলতাফ। গুরুতর জখম হওয়া তাঁদের মেয়ের নাম জান্নাতুল (১০)। 

হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, বিষয়টি রহস্যজনক। তবে রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।’ 

স্থানীয় বাসিন্দাদের ধারণা, চুরির উদ্দেশে ওই বাড়িতে সংঘবদ্ধ একটি চক্র প্রবেশ করে। তবে তাদের কাউকে গৃহবধূ ফেরদৌসী চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান হবি বলেন, ‘গতকাল রাত ২টার দিকে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা স্পেনপ্রবাসীর বাড়িতে প্রবেশ করে। এ সময় গৃহবধূ ও শিশুমেয়েকে ছুরিকাঘাত করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় দৌড় গিয়ে গেটের তালা খুলে পাশের বাড়িতে চাচা মিজানুর রহমান মন্টুকে বিষয়টি জানায়। এরপর মিজানুর সেখানে গিয়ে দেখেন গৃহবধূ ফেরদৌসী ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছেন।’ 

মিজানুর রহমান মন্টু বলেন, ‘ভাতিজি জান্নাতুল রক্তাক্ত অবস্থায় রাত ২টার দিকে আমার বাড়িতে এসে বলে লম্বা একটি লোক আমাদের ঘরে ঢুকেছে এবং মাকে ও আমাকে ছুরি মেরেছে। খবর শুনেই মোবাইল ফোনে আশপাশের লোকজনকে জানাই। পরে সেখানে গিয়ে ভাবির মরদেহ দেখতে পাই।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার