হোম > অপরাধ > খুলনা

সৌদিপ্রবাসীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় এক সৌদিপ্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছ। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান (৪১)। তিনি কলাবাড়ীয়া গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে। 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের ভাই কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, তাঁর ছোট ভাই আনিস সৌদি আরবে থাকত। বেশ কিছুদিন আগে বিদেশ থেকে বাড়ি এসেছে। পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের মঞ্জুর হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আনিসকে চরকান্দিপাড়া ইটভাটার পেছনে ডেকে নিয়ে যান।

সেখানে আগ থেকে ওত পেতে বসে থাকা প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আনিসকে গুরুতর জখম করে। তারা আনিসকে মৃত ভেবে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথিমধ্যে সে মারা যায় বলে জানান তিনি। 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, লাশের ময়নাতদন্ত আজ শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার