হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ) 

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামে এক লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল আটটায় বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করত। আজ সকালে তাঁকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় শাহিনের বাড়ির পাশের রাস্তার ওপর তাঁর ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। পরে রনজিৎ কুমার নামে স্থানীয় একজন তাঁর মরদেহ কলা বাগানে পড়ে থাকতে দেখেন। শাহিনকে তার বা শক্ত কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া বলেন, 'সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তাঁকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বা কারা তাঁকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।'

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত