হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ) 

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামে এক লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল আটটায় বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করত। আজ সকালে তাঁকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় শাহিনের বাড়ির পাশের রাস্তার ওপর তাঁর ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। পরে রনজিৎ কুমার নামে স্থানীয় একজন তাঁর মরদেহ কলা বাগানে পড়ে থাকতে দেখেন। শাহিনকে তার বা শক্ত কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া বলেন, 'সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তাঁকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বা কারা তাঁকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।'

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার