হোম > অপরাধ > খুলনা

মোটরসাইকেল চালককে হত্যা মামলায় ৩ জনের নামে চার্জশিট  

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক কায়েম আলী হত্যা মামলায় তিনজনের নামে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ। 

আসামিরা হলেন চৌগাছার সৈয়দপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে অন্তর হোসেন লিমন, আজগর আলীর ছেলে ইয়াসিন ও নওগাঁ সদরের শৈলকুপা আপিপাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাহিম মণ্ডল রায়হান। 

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিরা মাগুরা পৌরসভার একটি ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা ঈদের কেনাকাটার টাকার প্রয়োজনে ছিনতাইয়ের পরিকল্পনা করে মাগুরা থেকে যশোরে আসেন। কায়েম আলীর ভাড়ায় চালিত মোটরসাইকেলে উঠে তাঁরা চৌগাছার সৈয়দপুর গ্রামের দিকে রওনা দেন। পথে তাঁরা মোটরসাইকেল থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় কায়েম আলী বাধা দিলে তাঁকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান আসামিরা। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ওই তিনজনের নামে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ইয়াসিনকে পলাতক দেখানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল সকালে চৌগাছা উপজেলার সৈয়দপুর মাঠের মধ্য থেকে কায়েম আলীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চৌগাছা থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন মৃতের স্ত্রী যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ বেগম।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক