হোম > অপরাধ > খুলনা

শ্যামনগরে রাতের আঁধারে গৃহবধূকে কুপিয়ে হত্যা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তাশকিরা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

নিহত গৃহবধূ একই গ্রামের বনজীবী ইসমাইল হোসেনের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে। অনৈতিক সম্পর্কে সম্মত না হওয়ার জেরে প্রতিবেশী সাহেব আলী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রতিবেশী সাহেব আলীর মা ফতেমা বেগমকে আটক করেছে। 

নিহতের ভাই আব্দুল্লাহ বাবু জানান, কাজের জন্য ভগ্নিপতি বাইরে থাকায় ৫ ও ৩ বছর বয়সী দুই ছেলে নিয়ে তাশকিরা নিজ বাড়িতে ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর বোনকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন। রাত ৩টার দিকে ভগ্নিপতির ভাই ইব্রাহিম হোসেন বিষয়টি তাঁদের মোবাইল ফোনে জানান। এ ঘটনায় তাঁদের বাবা আব্দুল করিম গাজী বাদী হয়ে প্রতিবেশী সাহেব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি। 

স্থানীয় ইউপি সদস্য মুনজুর হোসেন জানান, নিহত গৃহবধূর স্বামী ইসমাইল ও প্রতিবেশী সাহেব আলী একসঙ্গে সুন্দরবনে কাঁকড়া শিকার করেন। সেই সুবাদে তাঁদের মধ্যে পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘটনার দিন রাতে গৃহবধূর সঙ্গে দেখা করতে যান সাহেব আলী। এ সময় নিজের কুপ্রস্তাবে গৃহবধূকে রাজি করাতে ব্যর্থ হয়ে ঘরের পেছনের পুকুরপাড়ে তাঁকে কুপিয়ে হত্যা করে থাকতে পারেন বলে জানান ইউপি সদস্য। 

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গৃহবধূকে কুপিয়ে হত্যার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সন্দেহভাজন অভিযুক্তকে আটকের চেষ্টার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাহেব আলীর মাকে থানায় ডাকা হয়েছে। 

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা