হোম > অপরাধ > খুলনা

শ্যামনগরে রাতের আঁধারে গৃহবধূকে কুপিয়ে হত্যা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তাশকিরা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

নিহত গৃহবধূ একই গ্রামের বনজীবী ইসমাইল হোসেনের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে। অনৈতিক সম্পর্কে সম্মত না হওয়ার জেরে প্রতিবেশী সাহেব আলী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রতিবেশী সাহেব আলীর মা ফতেমা বেগমকে আটক করেছে। 

নিহতের ভাই আব্দুল্লাহ বাবু জানান, কাজের জন্য ভগ্নিপতি বাইরে থাকায় ৫ ও ৩ বছর বয়সী দুই ছেলে নিয়ে তাশকিরা নিজ বাড়িতে ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর বোনকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন। রাত ৩টার দিকে ভগ্নিপতির ভাই ইব্রাহিম হোসেন বিষয়টি তাঁদের মোবাইল ফোনে জানান। এ ঘটনায় তাঁদের বাবা আব্দুল করিম গাজী বাদী হয়ে প্রতিবেশী সাহেব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি। 

স্থানীয় ইউপি সদস্য মুনজুর হোসেন জানান, নিহত গৃহবধূর স্বামী ইসমাইল ও প্রতিবেশী সাহেব আলী একসঙ্গে সুন্দরবনে কাঁকড়া শিকার করেন। সেই সুবাদে তাঁদের মধ্যে পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘটনার দিন রাতে গৃহবধূর সঙ্গে দেখা করতে যান সাহেব আলী। এ সময় নিজের কুপ্রস্তাবে গৃহবধূকে রাজি করাতে ব্যর্থ হয়ে ঘরের পেছনের পুকুরপাড়ে তাঁকে কুপিয়ে হত্যা করে থাকতে পারেন বলে জানান ইউপি সদস্য। 

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গৃহবধূকে কুপিয়ে হত্যার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সন্দেহভাজন অভিযুক্তকে আটকের চেষ্টার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাহেব আলীর মাকে থানায় ডাকা হয়েছে। 

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে