হোম > অপরাধ > খুলনা

মনিরামপুরে অপহৃত স্কুলছাত্রী আট দিন পর নারায়ণগঞ্জে উদ্ধার

যশোরের মনিরামপুরে নিখোঁজ হওয়ার আট দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত সান তারক দাস (২৫) মনিরামপুর পৌর শহরের মোহনপুরের হরলাল দাসের ছেলে। গত শুক্রবার তাঁর বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন ওই ছাত্রীর স্কুলশিক্ষক বাবা।

মামলা সূত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন তারক দাস। বাদী বিষয়টি যুবকের অভিভাবককে জানিয়ে প্রতিকার পাননি। গত সোমবার স্কুলে আসার পথে পৌর এলাকা থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী।

আজ মঙ্গলবার সকালে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে চায়নি বাদীপক্ষ।

মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে ওই যুবক ও স্কুলছাত্রীর অবস্থান বের করে গতকাল সোমবার আমরা টঙ্গী পশ্চিম থানায় যাই। এরপর সেখান থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অভিযানে গেলে সেখানে একটি বাজারে তাদের দুজনকে একসঙ্গে পাওয়া যায়। আজ ভোরে আমরা ছেলে ও মেয়েকে নিয়ে মনিরামপুরে পৌঁছেছি।’

এএসআই সোহেল রানা বলেন, নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় মেয়েটিকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তারক দাস। গতকাল সোমবার সন্ধ্যায় তারা ওই বাসা থেকে ঘুরতে বের হয়। 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা শোনার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। গত শুক্রবার মামলা পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবককে আজ আদালতে পাঠানো হবে।’ 

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি