হোম > অপরাধ > খুলনা

জেলি পুশ করা দেড় টন চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা এক ট্রাক (দেড় টন) চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অভিযান চালিয়ে র‍্যাব ট্রাকসহ এই মাছ জব্দ করে। পরে ওই চিংড়ির মালিক আব্দুল্লাহ ও জালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকভর্তি চিংড়ি মাছ ঢাকায় যাচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অবস্থান করে চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। ট্রাকে থাকা ওই মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা ছিল। এটি অস্বাস্থ্যকর।’ 

এ সময় সঙ্গে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার মান নিয়ন্ত্রণ করে মাছের মধ্যে জেলির উপস্থিতির প্রমাণ পান। 

এ ঘটনায় মাছের মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

এম নাজিউর রহমান জানান, ট্রাকে থাকা ৫৭টি ককশিটের কার্টনে থাকা দেড় টন চিংড়ি মাছ ধ্বংস করে ফেলা হয়েছে। 

অভিযানে র‍্যাবে কর্মরত এএসপি তারেক আমান বান্না উপস্থিত ছিলেন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক