হোম > অপরাধ > খুলনা

জেলি পুশ করা দেড় টন চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা এক ট্রাক (দেড় টন) চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অভিযান চালিয়ে র‍্যাব ট্রাকসহ এই মাছ জব্দ করে। পরে ওই চিংড়ির মালিক আব্দুল্লাহ ও জালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকভর্তি চিংড়ি মাছ ঢাকায় যাচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অবস্থান করে চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। ট্রাকে থাকা ওই মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা ছিল। এটি অস্বাস্থ্যকর।’ 

এ সময় সঙ্গে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার মান নিয়ন্ত্রণ করে মাছের মধ্যে জেলির উপস্থিতির প্রমাণ পান। 

এ ঘটনায় মাছের মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

এম নাজিউর রহমান জানান, ট্রাকে থাকা ৫৭টি ককশিটের কার্টনে থাকা দেড় টন চিংড়ি মাছ ধ্বংস করে ফেলা হয়েছে। 

অভিযানে র‍্যাবে কর্মরত এএসপি তারেক আমান বান্না উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি