হোম > বিশ্ব > ভারত

ভারত ও নেপালে দুই দিনে বজ্রপাতে ৬৯ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্য ও প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে গত দুই দিনে অন্তত ৬৯ জন নিহত হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতি ও শুক্রবারের প্রবল বজ্রবৃষ্টিতে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যদিও প্রতিবছর বন্যা ও বজ্রপাতে হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারের শক্তিশালী বজ্রবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছে। প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে আরও আটজন নিহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতীয় আবহাওয়া বিভাগের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজকেও বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত বছর বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বজ্রপাতের ঘটনা বাড়ছে। এর ফলে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটিতে প্রতিবছর প্রায় ১ হাজার ৯০০ জন মানুষ বজ্রপাতে মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সাম্প্রতিক বজ্রপাতের ঘটনা এবং মৃত্যু এই আশঙ্কার প্রতিফলন।

ভারতের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১ লাখ ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির