হোম > খেলা > ফুটবল

ফাহামিদুলকে দলে নিতে বলেছে বাফুফে, কোচ কী বলছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল। ছবি: সংগৃহীত

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাই সৌদি আরব থেকেই ইতালিতে ফিরতে হয় এই ফুটবলারকে। কোচ হাভিয়ের কাবরেরার এমন সিদ্ধান্ত বিস্ময়ের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দেয়।

আজ জাতীয় দল কমিটির সভায় ওঠে ফাহামিদুল প্রসঙ্গ। কমিটির অনেক কর্মকর্তাই ফাহামিদুলকে দলে নেওয়ার দাবি তোলেন৷ বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালও সায় দেন তাতে।

বাফুফে সূত্রে জানা গেছে, কোচ বলেছেন ফাহামিদুল তাঁর নজরে আছে। তিনিই তাঁকে স্কাউটিং করেছেন। কিন্তু ভারতের বিপক্ষে খেলার মতো উপযুক্ত নয়।কোচের দাবি হামজা চৌধুরী-সমিত সোমের মতো ফাহামিদুল পরীক্ষিত খেলোয়াড় নয়। তাঁর গেমটাইমের প্রয়োজন। এজন্য তাঁর ক্লাবের পরিচালক ও তাঁর সঙ্গে কথা বলছেন তিনি৷ তাঁকে পরিপক্ক হতে হবে আরও। প্রস্তুতি ম্যাচ খেললে তাঁকে গেমটাইম দেওয়া যাবে। ভালো করলে অবশ্যই দলে নেওয়া হবে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ৩১ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই দলে ফাহামিদুল থাকেন কি না সেটাই দেখার বিষয়। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ এখনো ঠিক করা হয়নি।

সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আজ বলেন, ‘আমরা অনেকদেশের সঙ্গে আলাপ আলোচনা করছি। যেহেতু আমাদের ঢাকাতে খেলা আছে, তাই প্রস্তুতি ম্যাচটি ঢাকায় আয়োজন করতে চাইব। দুই একদিনের ভেতর ঠিক করা হবে।’

প্রস্তুতি ম্যাচের জন্য সুদান, ভুটান ও ইথিওপিয়ার সঙ্গে কথা বলছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে ৩ সদস্যের নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সভায়। এছাড়া বিদেশি গোলকিপিং কোচ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে বর্তমানে রয়েছেন নুরুজ্জামান নয়ন। তবে তিনি বসুন্ধরা কিংসেরও কোচ হিসেবে কাজ করছেন।

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

ফিফা দ্য বেস্টের পুরস্কার উঠছে কার হাতে

মেসি ভারতে আর কত দিন থাকবেন