হোম > খেলা > ফুটবল

বালক দলের কাছেই গোল বন্যায় ভাসল সুইস মেয়েরা

ক্রীড়া ডেস্ক    

অনূর্ধ্ব-১৫ দলের কাছে ৭ গোল খেয়েছে সুইজারল্যান্ডের জাতীয় নারী দল। ছবি: সংগৃহীত

আসছে ২ জুলাই সুইজারল্যান্ডে শুরু হতে যাচ্ছে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এই টুর্নামেন্টকে ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছে সুইস নারী ফুটবলাররা। এই প্রস্তুতির অংশ হিসেবেই পরশু দেশটির অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের সঙ্গে এক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল সুইজারল্যান্ডের নারী ফুটবলাররা। কিন্তু প্রস্তুতিটা ভালো হয়নি সুইস মেয়েদের। বালক দলটির কাছে ৭-১ ব্যবধানে উড়ে গেছে তারা।

প্রীতি ম্যাচে অপ্রত্যাশিত এমন ফলের পর সুইস নারী দলের যথাযথ প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ম্যাচের ফলটাকে বড় করে দেখছেন না সুইস নারী দলের ফরোয়ার্ড লেইলা ওয়ানডেলার। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বললেন, ‘ফলাফলটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের জন্য এটি ছিল খেলার কৌশলগুলো পরীক্ষা করে দেখা। সব অনুশীলনই ছিল ক্লান্তিকর। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে আমরা সবাই আমাদের সেরা ফর্মে থাকতে চেয়েছিলাম। তাই এই ম্যাচটাকেও ইতিবাচক মনে করি আমি।’

সুইস নারী দলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সভেন মিকোসে এই ম্যাচ নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘নারী ফুটবলে বালক দলের বিপক্ষে খেলা খুব অস্বাভাবিক কিছু নয়। এই প্রস্তুতির পর্যায়ে মূলত শারীরিক দিকের ওপরই জোর দেওয়া হয়। এ ধরনের ম্যাচ আমাদের আন্তর্জাতিক ম্যাচগুলোর গতি ও পরিশ্রমের স্তর সম্পর্কে ধারণা দেয়।’

তবে বালক একটা দলের সঙ্গে কোনো দেশের নারী জাতীয় দলের হেরে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৭ সালে বিশ্বের এক নম্বর নারী দল যুক্তরাষ্ট্রও প্রীতি ম্যাচে টেক্সাসের ডালাসের অনূর্ধ্ব-১৫ দলের কাছে হেরে গিয়েছিল ৫-২ গোলে।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর