দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রায় ৭৬ বছর পর শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তখনকার একজন অপরাধী। ১০০ বছর বয়সী এ ব্যক্তি নাৎসিদের একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রহরীর দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে সাড়ে ৩ হাজার মানুষকে হত্যার অভিযোগ। আগামী অক্টোবরে এ বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে নেউরুপিন আদালত।
জার্মান সাপ্তাহিক পত্রিকা ওয়েল্ট এম সনট্যাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাৎসিদের স্যাক্সেনহাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্পের প্রহরী ছিলেন এ ব্যক্তি। ধারণা করা হয় বার্লিনের খুব কাছের এই ক্যাম্পে প্রায় ২ লাখ মানুষকে আটকে রাখা হয়েছিল। মারা হয়েছিল ২০ হাজার মানুষকে। বিচারের মুখোমুখি হওয়া সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। জার্মানির মিডিয়া আইন অনুযায়ী তাঁর নাম প্রকাশ করা নিষেধ। আদালতও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। এর আগেও এমন ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়েছে।
আদালতের এক মুখপাত্র জানান, বিচার শুরুর পর অভিযুক্ত ব্যক্তিকে শুনানির দিনে দুই থেকে আড়াই ঘণ্টা করে হাজিরা দিতে হবে।