হোম > অপরাধ > ঢাকা

কুকুর লেলিয়ে হিমাদ্রীকে হত্যার ঘটনায় ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুকুর লেলিয়ে চট্টগ্রামের হিমাদ্রী মজুমদারকে হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রায় দেন। 

মৃত্যুদণ্ড বহাল থাকা তিন আসামি হলেন, মাহাবুব আলী ড্যানি, জুনায়েদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন। আর খালাস দেওয়া হয়েছে শাহাদাত হোসেন ও শাহ সেলিম ওরফে টিপুকে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। 

২০১২ সালের ২৭ এপ্রিল হিমাদ্রীকে ধরে নিয়ে যায় আসামি শাওন, রিয়াদ, সাজু ও ড্যানি। পরে তাঁকে টিপুদের বাড়ির ছাদে নিয়ে মারধর করে আসামিরা। এরপর হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয় ছাদ থেকে। হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন শেষে মৃত্যু হয় হিমাদ্রীর। ঘটনার পর হিমাদ্রীর মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম। রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি পাঠানো হয় হাইকোর্টে। আর আসামিরা আপিল করেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ