হোম > অপরাধ > ঢাকা

কুকুর লেলিয়ে হিমাদ্রীকে হত্যার ঘটনায় ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুকুর লেলিয়ে চট্টগ্রামের হিমাদ্রী মজুমদারকে হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রায় দেন। 

মৃত্যুদণ্ড বহাল থাকা তিন আসামি হলেন, মাহাবুব আলী ড্যানি, জুনায়েদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন। আর খালাস দেওয়া হয়েছে শাহাদাত হোসেন ও শাহ সেলিম ওরফে টিপুকে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। 

২০১২ সালের ২৭ এপ্রিল হিমাদ্রীকে ধরে নিয়ে যায় আসামি শাওন, রিয়াদ, সাজু ও ড্যানি। পরে তাঁকে টিপুদের বাড়ির ছাদে নিয়ে মারধর করে আসামিরা। এরপর হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয় ছাদ থেকে। হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন শেষে মৃত্যু হয় হিমাদ্রীর। ঘটনার পর হিমাদ্রীর মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম। রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি পাঠানো হয় হাইকোর্টে। আর আসামিরা আপিল করেন।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন