হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে যুবককে কুপিয়ে পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবীর সাগুফতা এলাকায় পাভেল (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পাভেল রাজধানীর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি পেশায় গাড়িচালক। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামে। বাবার নাম শায়েস্তা খান।

গতকাল রোববার রাত ৮টা থেকে ৯টার মধ্যে পল্লবীর সাগুফতা মোড়সংলগ্ন সেকশন-৯-এর স্বপ্ননগর আবাসিক এলাকার ভেতরে ১৭ নম্বর নির্মাণাধীন ভবনের পেছনে এ ঘটনা ঘটে।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

ওসি বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাঁকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় নির্মাণাধীন ভবনের পেছনে থাকা একটি ছোট পুকুর পাড়ের ঝোপে ফেলে পালিয়ে গেছে।

ঝোপের বিপরীত পাশ উত্তর কালশী টেকের বাড়ি এলাকা। দূর থেকে ওই এলাকার লোকজন যুবককে পড়ে থাকতে দেখে পল্লবী থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে থানা-পুলিশ উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আজ সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পল্লবী থানার ওসি অপূর্ব হাসান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু