হোম > অপরাধ > ঢাকা

দোহারে পারিশ্রমিক চাওয়ায় শ্রমিককে মারধর

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মো. হাফিজুর (৩৫) নামে এক শ্রমিককে মারধর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে আকবর হোসেন ও টুটুল নামে দুজন এ মারধর করে। এই দুজনকে আসামি করে দোহার থানায় একটি জিডি করেছেন ভুক্তভোগী।

দোহার থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শিমুলিয়ার বাসিন্দা হাফিজুর গত রমজান মাসে একই এলাকার আকবরের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করেছেন। পারিশ্রমিক পরিশোধ না করায় হাফিজুর একাধিকবার আকবরের কাছে টাকা চাইতে যায়। এর পরেও টাকা না দেওয়ায় আকবর ও হাফিজুরের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাফিজুরকে মেঘুলা বাজারে নিয়ে মারধর করে। এতে হাফিজুর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

মারধর প্রসঙ্গে অভিযুক্ত আকবর বলেন, 'আমাদের দুজনের হাতাহাতি হয়েছে। হাফিজুরের মাথায় কীভাবে আঘাত লেগেছে তা আমি জানি না।' 

জানতে চাইলে দোহার থানার ডিউটি অফিসার এসআই সাদিকুজ্জামান জানান, এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান