হোম > অপরাধ > ঢাকা

মধ্যরাতে ঢাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পেশাদার আলোকচিত্রী সঙ্গে নিয়ে ছবি তুলছিলেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী জিম নাজমুল এসে ছবি তোলার অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে চড়-থাপ্পড় মারা ঘটনা ঘটে। 

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এ ঘটনা ঘটে। 

একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, রাজু ভাস্কর্যের পাশে একজন তরুণীকে মারধর করতে দেখেছেন তাঁরা। ওই তরুণীর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। কাছে গিয়ে তাঁরা জানতে পারেন, ওই তরুণী তাঁর দুই বন্ধুকে নিয়ে ছবি তুলতে এসেছেন। পরে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা এসে তাঁর মোবাইল ফেরত দেয়। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে জিম নাজমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকা মেডিকেলের ওইদিক থেকে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে ক্যাম্পাসে এলে দেখি রাজু ভাস্কর্যের পাশে ছবি তুলতেছিলেন ওই মেয়েটি। তখন আমি বলি, আপনি কি অনুমতি নিয়ে ছবি তুলছেন? তখন মেয়েটি আমাকে প্রশ্ন করে, আপনি কে! আমি ক্যাম্পাসের বলে পরিচয় দিই। তখন মেয়েটি আমাকে বলে, এ ক্যাম্পাস আমার বাবার টাকা দিয়ে কিনতে পারব। তখন আমি বলি, কথাগুলো আপনি ক্যামেরার সামনে বলুন। তখন উনি আমাকে “দুই টাকার ফোন নিয়ে বাহাদুরি করিস না” বলে তেড়ে এসে চড়-থাপ্পড় মারেন। পরে কথা-কাটাকাটি হয়।’ 

অভিযোগের বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, ‘আমি পুরো ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলেছি। আইনি ব্যবস্থা নিলে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে বলে জানিয়েছে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগী (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) যদি আইনি সহায়তা চায় তাহলে আমরা যথাযথ প্রক্রিয়ায় সহযোগিতা করব।’

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি