ফরিদপুর: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়া এলাকার তিনটি বাড়ির রান্না ঘরে রাখা হলুদের গুড়ায় চেতনানাশক মিশিয়ে লোকজনকে অজ্ঞান করে চুরির চেষ্টা চালানো হয়েছে।
পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম জিন্নাহ জানান, পৌরসভার কর্মকারপাড়ার তিনটি বাড়ির রান্না ঘরে রাখা হলুদে কৌশলে চোরেরা চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে।
আজ সোমবার সকালে বাড়ির লোকেরা হলুদ মিশিয়ে রান্না করে খাওয়ার পর রিতা কর্মকার(৩৬), নিপা কর্মকার (১৮), নয়ন কর্মকার (১৩), ভরত কর্মকার (৫২), ঝর্ণা কর্মকার (৩৬), হৃদয় কর্মকার (২০), দেবী কর্মকার (১৮), শান্তি কর্মকার (৮৫), গীতা কর্মকার(৮৬) এবং নীল রতন কর্মকার (৫০) অচেতন হয়ে পড়েন। তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রায় ৯ঘন্টা পর জ্ঞান ফিরে আসে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কবির সরদার জানান, রোগীদের আপাতত সমস্যা নেই।