হোম > অপরাধ > ঢাকা

ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচের পর ছুরিকাঘাতে যুবককে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা শেষে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত যুবকের নাম মো. হাসান। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামের বাসিন্দা। সাভারে ভাড়া থেকে স্থানীয় একটি জুতা তৈরির কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার একটি দোকানে বেশ কিছু মানুষ মিলে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা দেখছিল। এ সময় ব্রাজিল হেরে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারামারি শুরু হলে এক ব্যক্তি হাসানকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, খেলাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। এর বাইরে অন্য কোনো শত্রুতা বিষয় এখনো পাইনি। বিষয়টি তদন্ত করে জড়িত পাঁচজনের নাম-ঠিকানা পেয়েছি। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত।

উপপরিদর্শক আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির