হোম > অপরাধ > ঢাকা

অপরাধীর পরিবর্তে নিরপরাধীকে জেলে পাঠানো দুর্ভাগ্যজনক: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অর্থের বিনিময়ে হোক বা অন্য যে কোনো কৌশলে প্রকৃত আসামির পরিবর্তে নিরপরাধ ব্যক্তিকে জেলে রাখার ঘটনা দুর্ভাগ্যজনক। আজ রোববার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুম আক্তার ওরফে কুলসুমির পরিবর্তে নিরপরাধ মিনুর জেল খাটার বিষয়টি নিয়ে শুনানির সময় বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এই মন্তব্য করেন।

মিনুর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। 

শুনানিতে জেলে থাকা নিরপরাধ মিনুর পুরো ঘটনা তুলে ধরে আইনজীবী শিশির মনির বলেন, বিগত দুই বছরে দেশে এমন ২৬টি ঘটনা ঘটেছে। একজনের নামে আরেকজন জেলে থাকে।

 তিনি বলেন, আসল আসামি শনাক্তে অনেক পদ্ধতি আছে। কিন্তু পদ্ধতি অনুসরণ করা হয় না। তবে মিনুর ঘটনার পেছনে একটি চক্র কাজ করছে উল্লেখ করে শিশির মনির বলেন, সেটি তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহও বিষয়টি নিয়ে একমত পোষণ করেন। তিনি বলেন, নিরাপরাধ কেউ জেল খাটুক এটা রাষ্ট্রপক্ষ চায় না।

এ সময় আদালত বলেন ‘আমরা মনে করি এভাবে যদি রিয়েল (আসল) কালপ্রিট (দোষী) অর্থের বিনিময়ে হোক অথবা বিভিন্ন কৌশলের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে অন্য নিরপরাধ লোককে জেলের মধ্যে আটক রাখে সেটা দুর্ভাগ্যজনক।’ পরে আদালত শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেন।

এর আগে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের হয়ে জেল খাটা মিনুর বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির। তার আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইনজীবীকে অ্যাফিডেভিট দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন। এরপর আদালতের এখতিয়ার পরিবর্তন হওয়ায় বিষয়টি বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য আসে।

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডÐপাওয়া আসামির বদলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুই বছর নয় মাস ধরে জেল খাটছেন মিনু। ২০১৭ সালে একটি হত্যা মামলার রায় হয়। রায়ে কুলসুমিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১৮ সালের রমজান মাসে ইফতারির কথা বলে কুলসুমি নিরপরাধ মিনুকে ইফতার দেওয়ার কথা বলে আদালতে নিয়ে যান। তাকে বলা হয় কোর্টে কুলসুমির নাম ডাকলে মনি যেন এজলাসে ওঠেন। মিনুকেই কুলসুমি হিসেবে আত্মসমর্পণ করেন আইনজীবী নাছির উদ্দিন। এরপর থেকেই মিনু কারাগারে আছেন।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন