সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওলামাপাড়া গ্রামের মোবারক হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামাপাড়া গ্রামের মোবারক হোসেনের বাড়িতে শুক্রবার রাত ১টায় ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, জমির মূল দলিলসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মোবারক হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।