হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে তরুণীকে ‘গাছে বেঁধে নির্যাতন’, মামলার পর গ্রেপ্তার ১ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও শ্লীলতাহানি অভিযোগে মামলা হয়েছে। এতে মো. মজিবুর ররহমান (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

এর আগে গতকাল রোববার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার শীলমান্দীর গণেরগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মজিবুর রহমান নরসিংদীর শীলমান্দি এলাকার মৃত মালু মিয়ার ছেলে। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) জমি সংক্রান্ত বিরোধে শীলমান্দি ইউনিয়নের গণেরগাঁও গ্রামে আম গাছের সঙ্গে বেঁধে ভুক্তভোগী তরুণীকে (২২) নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়। মুজিবুর রহমানের নেতৃত্বে তাঁর ছেলে মো নাঈম (৩০) ও মো. নাজমুল হাসান (৩৪) তাঁকে মারপিট, নির্যাতন ও শ্লীলতাহানি করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। 

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে ঘটনার তিন দিন পরে গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নরসিংদী সদর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরে রাতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ অভিযানে নামে। 

অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন মিয়া বলেন, ‘আমরা ঘটনার সত্যতা পেয়েছি এবং এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মজিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১