হোম > অপরাধ > ঢাকা

টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছাত্র–জনতার ওপর হামলার মামলার আসামি শাহজাহান মিয়াকে (৩৪) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করেছে র‍্যাব। তিনি টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আজ সোমবার ভোরে তাঁকে আটক করা হয় বলে রাতে জানিয়েছে র‍্যাব–১।

এর আগে কক্সবাজারের টেকনাফ থানায় তাঁর বিরুদ্ধে গত ১৮ আগস্ট হত্যাচেষ্টার মামলা হয়। ওই মামলায় তিন নম্বর আসামি।

শাহজাহান মিয়া টেকনাফের মো. জাফর আহমেদের ছেলে এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

র‍্যাব–১–এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্র–জনতার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলাকারী ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মো. শাহজাহান মিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার শাহজাহান তালিকাভুক্ত মাদক কারবারি, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কুখ্যাত মাদক কারবারি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাহফুজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র–জনতাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন শাহজাহান।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ