হোম > অপরাধ > ঢাকা

টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছাত্র–জনতার ওপর হামলার মামলার আসামি শাহজাহান মিয়াকে (৩৪) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করেছে র‍্যাব। তিনি টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আজ সোমবার ভোরে তাঁকে আটক করা হয় বলে রাতে জানিয়েছে র‍্যাব–১।

এর আগে কক্সবাজারের টেকনাফ থানায় তাঁর বিরুদ্ধে গত ১৮ আগস্ট হত্যাচেষ্টার মামলা হয়। ওই মামলায় তিন নম্বর আসামি।

শাহজাহান মিয়া টেকনাফের মো. জাফর আহমেদের ছেলে এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

র‍্যাব–১–এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্র–জনতার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলাকারী ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মো. শাহজাহান মিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার শাহজাহান তালিকাভুক্ত মাদক কারবারি, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কুখ্যাত মাদক কারবারি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাহফুজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র–জনতাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন শাহজাহান।

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ