হোম > অপরাধ > ঢাকা

টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছাত্র–জনতার ওপর হামলার মামলার আসামি শাহজাহান মিয়াকে (৩৪) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করেছে র‍্যাব। তিনি টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আজ সোমবার ভোরে তাঁকে আটক করা হয় বলে রাতে জানিয়েছে র‍্যাব–১।

এর আগে কক্সবাজারের টেকনাফ থানায় তাঁর বিরুদ্ধে গত ১৮ আগস্ট হত্যাচেষ্টার মামলা হয়। ওই মামলায় তিন নম্বর আসামি।

শাহজাহান মিয়া টেকনাফের মো. জাফর আহমেদের ছেলে এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

র‍্যাব–১–এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্র–জনতার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলাকারী ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মো. শাহজাহান মিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার শাহজাহান তালিকাভুক্ত মাদক কারবারি, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কুখ্যাত মাদক কারবারি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাহফুজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র–জনতাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন শাহজাহান।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট