হোম > অপরাধ > ঢাকা

গাড়ি চুরি করে টাকা আদায় চক্রের দুই সদস্য গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগ থেকে গাড়ি চুরি করে মুক্তিপণ হিসাবে মোটা অঙ্কের টাকা আদায় চক্রের শরিফ (২২) ও নাজমুল হোসেন (৩৫) নামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে চুরি হওয়া একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

তুরাগের বাউনিয়া বাজার থেকে রোববার বিকেলে তাদেরকে গ্রেপ্তারের পর সোমবার এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

এ বিষয়ে র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাজাহারুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তুরাগে অভিযান চালিয়ে গাড়ি চুরি করে টাকা আদায় চক্রের দুই সদস্যকে একটি পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সদস্যরা গাড়ি চুরি করে মালিকদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত। মালিকেরা টাকা দিতে না পারলে গাড়ির যন্ত্রাংশ বিভিন্ন মটরসের দোকানে বিক্রি করে দিত। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়ি চুরির পর টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেছে। সেই সঙ্গে তাদের পলাতক সহযোগীদের নাম ঠিকানা জানিয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

এএসপি মাজাহারুল বলেন, গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে পিকআপ ভ্যান চুরি করে মালিকদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে তারা মালিকদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করত। টাকা না দিতে পারলে গাড়ির যন্ত্রাংশ বিভিন্ন মোটরসের দোকানে খুচরা বিক্রি করে ফেলব। 

গাড়ি চুরি চক্রের গ্রেপ্তার হওয়া দুই সদস্যের বিরুদ্ধে তুরাগ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল