টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী মিনারা বেগমকে (২২) শ্বাসরোধে হত্যার পর পুলিশে খবর দিলেন স্বামী। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ঘাতক স্বামীর নাম আমিনুল ইসলাম (২৮)। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। পেশায় একজন অটোরিকশাচালক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই বছর আগে ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নে বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার রাতে আমিনুর তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, `আমিনুলের ফোন পেয়ে রাতেই তাঁকে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে।'