মাদারীপুরের রাজৈরে স্বপ্না বাড়ৈ (১৭) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের ছাতিয়ানবাড়ী গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সে একই গ্রামের গোপাল বাড়ৈর মেয়ে এবং টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।
এলাকাবাসী জানায়, মৃত স্বপ্নার বাবা গোপাল দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। এদিকে তার মা আহ্লাদী বাড়ৈ পার্শ্ববর্তী সেনদিয়া গ্রামের দীনবন্ধু মণ্ডলের ছেলে দেবদাস মণ্ডলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গোপাল দেশে ফিরে স্ত্রীর পরামর্শে দেবদাসের সঙ্গে ব্যবসা শুরু করেন। এতে উভয় পরিবারের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এই পরকীয়ার জেরে কয়েক বছর আগে দেবদাসকে গাছের সঙ্গে বেঁধে উত্তম-মাধ্যম দিয়ে সালিস বৈঠকে জরিমানাও করেছিল ছাতিয়ানবাড়ীর লোকজন। এর পরেও সম্পর্ক থেমে না থাকায় লোক লজ্জার ভয়ে স্বপ্না ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছে।
তবে স্বপ্নার মা আহ্লাদী বাড়ৈ বলছেন, আমার মেয়ে সকালে কলেজে গিয়েছিল। কলেজ থেকে ফেরার পর দেখা যায় ওর মন খারাপ। জিজ্ঞেস করলে বলে কিছুই হয়নি। এর পরের রাতে এই ঘটনা। স্বপ্নার বাবা গোপাল বাড়ৈ জানান, আমাদের কোন পারিবারিক কলহ হয়নি। আমার মেয়ে কী কারণে আত্মহত্যা করল বুঝলাম না।
অভিযুক্ত দেবদাস মণ্ডল জানায়, এলাকাবাসী শত্রুতা বসত আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ওই পরিবারের সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সেই সুবাদে ওই বাড়িতে যাওয়া আসা করতাম।
ওসি মো. শেখ সাদিক জানান, একজন কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।