হোম > অপরাধ > ঢাকা

এবার ২৪ টিকেটের পরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেট ডটকমের পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার সন্ধ্যায় রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, উত্তরা পশ্চিম থানায় অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেটের পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে সিআইডি। মুসা মিয়া সাগর নামে এক ভুক্তভোগী প্রতিষ্ঠানের ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন-আবদুর রাজ্জাক, প্রত্যোদ বরন চৌধুরী, রাকিবুল হাসান, আসাদুল ইসলাম ও নাসরিন সুলতানা। সোহেল ছিলেন মামলার পাঁচ নম্বর আসামি। মামলার তিন নম্বর আসামি রাকিবুল হাসানকে গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে সিআইডি। 

পুলিশ জানায়, ২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান। চলতি বছরের এপ্রিলে লাপাত্তা হয়ে যায় অনলাইন ট্রাভেল এজেন্সিটি। তাদের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 

গত মে মাসে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে কাফরুল থানায় জিডি করেন আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম। 

প্রতিষ্ঠানটির প্রতারণার বিষয়ে পুলিশ জানায়, গ্রাহক টানতে অস্বাভাবিক রকমের মূল্য ছাড়ের অফার দিত প্রতিষ্ঠানটি। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবে বিনামূল্যে টিকিট ও বিশেষ অফার দিত। এতে বাড়তি লাভের আশায় যাত্রী ও ট্রাভেল এজেন্সি অগ্রিম টাকা দিয়ে টিকিট কিনে রাখতো। গত এপ্রিলের মাঝামাঝি প্রতিষ্ঠানটির ফোন নম্বরগুলো বন্ধ হয়ে যায়। এরপর গ্রাহকেরা মহাখালী ডিওএইচএসে গিয়ে প্রতিষ্ঠানটি কার্যালয়ে তালা ঝুলতে দেখে। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি