হোম > অপরাধ > ঢাকা

ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতি, থানায় মামলা

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ডেমরার সুলতানা কামাল সেতুর মাঝখানে ডাকাতির এ ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার ডাকাতির অভিযোগে ডেমরা থানায় মামলা করেন মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যবসায়ী। 

জাকির হোসেন বলেন, তিনি ও তাঁর পার্টনার মো. সজিব হোসেন (৩১) গত রোববার বেলা সোয়া ৩টার দিকে রূপগঞ্জ থেকে জমি কেনার জন্য সাড়ে ৩৬ লাখ টাকাসহ একটি প্রাইভেট কারযোগে ডেমরা ভূমি অফিসে আসছিলেন। এ সময় ৫–৬ জনের ওই ডাকাত দল একটি কালো রঙের মাইক্রোবাস দিয়ে তাঁদের প্রাইভেট কারের গতি রোধ করেন। তাঁরা গাড়ি থেকে নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলেন, তোদের কাছে অবৈধ টাকা রয়েছে। এ সময় প্রাইভেট কার থেকে জাকির ও সজীবকে টেনেহিঁচড়ে ডাকাত দল তাঁদের গাড়িতে উঠিয়ে হাতকড়া পরায়। তখন তাঁদের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে মামলার হুমকি দেন ডাকাতেরা। সেখান থেকে তাঁদের চোখ বেঁধে অন্যত্র নিয়ে দুই ঘণ্টা পর রূপগঞ্জের পূর্বাচল ২১ নম্বর সেক্টরে ফেলে চলে যান ডাকাতেরা। 

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল