হোম > অপরাধ > ঢাকা

ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতি, থানায় মামলা

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ডেমরার সুলতানা কামাল সেতুর মাঝখানে ডাকাতির এ ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার ডাকাতির অভিযোগে ডেমরা থানায় মামলা করেন মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যবসায়ী। 

জাকির হোসেন বলেন, তিনি ও তাঁর পার্টনার মো. সজিব হোসেন (৩১) গত রোববার বেলা সোয়া ৩টার দিকে রূপগঞ্জ থেকে জমি কেনার জন্য সাড়ে ৩৬ লাখ টাকাসহ একটি প্রাইভেট কারযোগে ডেমরা ভূমি অফিসে আসছিলেন। এ সময় ৫–৬ জনের ওই ডাকাত দল একটি কালো রঙের মাইক্রোবাস দিয়ে তাঁদের প্রাইভেট কারের গতি রোধ করেন। তাঁরা গাড়ি থেকে নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলেন, তোদের কাছে অবৈধ টাকা রয়েছে। এ সময় প্রাইভেট কার থেকে জাকির ও সজীবকে টেনেহিঁচড়ে ডাকাত দল তাঁদের গাড়িতে উঠিয়ে হাতকড়া পরায়। তখন তাঁদের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে মামলার হুমকি দেন ডাকাতেরা। সেখান থেকে তাঁদের চোখ বেঁধে অন্যত্র নিয়ে দুই ঘণ্টা পর রূপগঞ্জের পূর্বাচল ২১ নম্বর সেক্টরে ফেলে চলে যান ডাকাতেরা। 

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১