হোম > অপরাধ > ঢাকা

ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতি, থানায় মামলা

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ডেমরার সুলতানা কামাল সেতুর মাঝখানে ডাকাতির এ ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার ডাকাতির অভিযোগে ডেমরা থানায় মামলা করেন মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যবসায়ী। 

জাকির হোসেন বলেন, তিনি ও তাঁর পার্টনার মো. সজিব হোসেন (৩১) গত রোববার বেলা সোয়া ৩টার দিকে রূপগঞ্জ থেকে জমি কেনার জন্য সাড়ে ৩৬ লাখ টাকাসহ একটি প্রাইভেট কারযোগে ডেমরা ভূমি অফিসে আসছিলেন। এ সময় ৫–৬ জনের ওই ডাকাত দল একটি কালো রঙের মাইক্রোবাস দিয়ে তাঁদের প্রাইভেট কারের গতি রোধ করেন। তাঁরা গাড়ি থেকে নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলেন, তোদের কাছে অবৈধ টাকা রয়েছে। এ সময় প্রাইভেট কার থেকে জাকির ও সজীবকে টেনেহিঁচড়ে ডাকাত দল তাঁদের গাড়িতে উঠিয়ে হাতকড়া পরায়। তখন তাঁদের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে মামলার হুমকি দেন ডাকাতেরা। সেখান থেকে তাঁদের চোখ বেঁধে অন্যত্র নিয়ে দুই ঘণ্টা পর রূপগঞ্জের পূর্বাচল ২১ নম্বর সেক্টরে ফেলে চলে যান ডাকাতেরা। 

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট