হোম > অপরাধ > ঢাকা

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলীতে মো. শরীফ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে শ্বশুর বাড়ির বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. শরীফ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গাঙ্গপাড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে।

জানা যায়, কাশিপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় শরীফ মিয়ার। তাঁদের দাম্পত্য জীবনে এক ছেলে ও গর্ভজাত সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার শরীফ মিয়া তাঁর স্ত্রীর বড় ভাই মো. তাকবীরের বিয়ের দাওয়াতে সপরিবারে শ্বশুর বাড়িতে এসেছিলেন।

রোববার রাতে স্ত্রী সন্তান নিয়ে বসতঘরে ঘুমাতে যান শরীফ মিয়া। রাতের কোনো এক সময় শরীফ মিয়ার প্যান্টে ব্যবহৃত বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করেন। সোমবার ভোরবেলায় স্ত্রী সুবর্ণা আক্তার তাঁর স্বামীকে ফাঁসিতে ঝুলতে দেখে পরিবারের লোকজনকে জানান। পরে নিকলী থানা-পুলিশ খবর পেয়ে শরীফ মিয়ার মরদেহ উদ্ধার করে নিকলী থানায় নিয়ে আসেন।

মৃত শরীফ মিয়ার বাবা মো. মতি মিয়া জানান, তাঁর ছেলের বিয়ের সময় সুবর্ণার বাবা উপহার হিসেবে ঘর সাজানোর জিনিসপত্র দিয়েছিলেন। এসব জিনিস নিয়ে শরীফ মিয়া ও সুবর্ণা আক্তারের মধ্যে প্রায় সময়ই পারিবারিক কলহ লেগে থাকত।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, মৃতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি