হোম > অপরাধ > ঢাকা

গ্রেপ্তার জঙ্গিকে নিয়ে নারায়ণগঞ্জে অভিযান

প্রতিনিধি, আড়াইহাজার ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবদুল্লাহ আল মামুনকে নামের এক নব্য জেএমবির সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মিরাবাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সন্দেহভাজন এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। 

সিটিটিসি ইউনিটের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমতুল্লাহ চৌধুরী বলেন, গ্রেপ্তার মামুন সাংগঠনিকভাবে ডেবিট কিনারা ওরফে আকিন আল বাঙালি নামে পরিচিত। তিনি ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। মামুন আড়াইহাজারের যে বাড়িতে থাকতেন সেখানে তিনি আইএসের অনুপ্রেরণায় আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করতেন। মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে সিটিটিসি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।

রাত ১০টায় শেষ খবর জানা পর্যন্ত বাড়িটি এখনো ঘিরে রাখা হয়েছে। সিটিটিসি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সোয়াট (বিশেষ অস্ত্র ও কৌশল) দল বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। সিটিটিসির পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বলেন, 'আমরা সন্দেহ করছি। একতলা ওই বাড়ির ভেতরে আইইডি রয়েছে।'

সিটিটিসি বলছে, চলতি বছরের মে’তে নব্য জেএমবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের একটি বাক্সের সামনে একটি রিমোট-নিয়ন্ত্রিত একটি আইইডি (ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) পাওয়া যায়। পরে কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। সেই বোমাটি মামুনের তৈরি। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক