হোম > অপরাধ > ঢাকা

গ্রেপ্তার জঙ্গিকে নিয়ে নারায়ণগঞ্জে অভিযান

প্রতিনিধি, আড়াইহাজার ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবদুল্লাহ আল মামুনকে নামের এক নব্য জেএমবির সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মিরাবাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সন্দেহভাজন এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। 

সিটিটিসি ইউনিটের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমতুল্লাহ চৌধুরী বলেন, গ্রেপ্তার মামুন সাংগঠনিকভাবে ডেবিট কিনারা ওরফে আকিন আল বাঙালি নামে পরিচিত। তিনি ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। মামুন আড়াইহাজারের যে বাড়িতে থাকতেন সেখানে তিনি আইএসের অনুপ্রেরণায় আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করতেন। মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে সিটিটিসি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।

রাত ১০টায় শেষ খবর জানা পর্যন্ত বাড়িটি এখনো ঘিরে রাখা হয়েছে। সিটিটিসি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সোয়াট (বিশেষ অস্ত্র ও কৌশল) দল বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। সিটিটিসির পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বলেন, 'আমরা সন্দেহ করছি। একতলা ওই বাড়ির ভেতরে আইইডি রয়েছে।'

সিটিটিসি বলছে, চলতি বছরের মে’তে নব্য জেএমবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের একটি বাক্সের সামনে একটি রিমোট-নিয়ন্ত্রিত একটি আইইডি (ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) পাওয়া যায়। পরে কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। সেই বোমাটি মামুনের তৈরি। 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব