হোম > অপরাধ > ঢাকা

গ্রেপ্তার জঙ্গিকে নিয়ে নারায়ণগঞ্জে অভিযান

প্রতিনিধি, আড়াইহাজার ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবদুল্লাহ আল মামুনকে নামের এক নব্য জেএমবির সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মিরাবাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সন্দেহভাজন এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। 

সিটিটিসি ইউনিটের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমতুল্লাহ চৌধুরী বলেন, গ্রেপ্তার মামুন সাংগঠনিকভাবে ডেবিট কিনারা ওরফে আকিন আল বাঙালি নামে পরিচিত। তিনি ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। মামুন আড়াইহাজারের যে বাড়িতে থাকতেন সেখানে তিনি আইএসের অনুপ্রেরণায় আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করতেন। মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে সিটিটিসি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।

রাত ১০টায় শেষ খবর জানা পর্যন্ত বাড়িটি এখনো ঘিরে রাখা হয়েছে। সিটিটিসি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সোয়াট (বিশেষ অস্ত্র ও কৌশল) দল বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। সিটিটিসির পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বলেন, 'আমরা সন্দেহ করছি। একতলা ওই বাড়ির ভেতরে আইইডি রয়েছে।'

সিটিটিসি বলছে, চলতি বছরের মে’তে নব্য জেএমবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের একটি বাক্সের সামনে একটি রিমোট-নিয়ন্ত্রিত একটি আইইডি (ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) পাওয়া যায়। পরে কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। সেই বোমাটি মামুনের তৈরি। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ