হোম > অপরাধ > ঢাকা

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

গোপালগঞ্জ প্রতিনিধি

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাতে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই কাঠি ইউনিয়ন পরিষদের মেম্বার ইব্রাহিম মোল্লাকে (৪৫) আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রানা মোল্লা ওই এলাকার মৃত বাদল মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠি গ্রামের বদু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই বছর আগে রানা মোল্লা ও তাঁর লোকজন বদু সরদারকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। 

আরও জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রানা মোল্লা কয়েকজন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় দই খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তেলিগাতি গ্রামে বদু সরদার ১৫ / ১৬ জন লোক নিয়ে গতিরোধ করে তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রানাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

সদর থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহীম মোল্লা নামের এক মেম্বারকে আটক করা হয়েছে।

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার