হোম > অপরাধ > ঢাকা

দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু, এক দিন পর মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহি বুলবুল (৩৪) নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। 

আজ সোমবার মামলার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিজুর রহমান। 

ওসি মোস্তাজিজুর বলেন, গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাজীপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহত হন। ছুরিকাঘাতে নিহত হলেও দুর্বৃত্ত চিকিৎসকের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইলফোন নেয়নি। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামির গ্রেপ্তার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 

 এ ঘটনায় গতকাল রোববার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, চিকিৎসক বুলবুল গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। বুলবুল তাঁর সহকারীকে ফোন দিয়েছিলেন। বুলবুলের ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর কাছে টাকাপয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে। এটি হত্যা নাকি ছিনতাই সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ডিসি আ স ম মাহাতাব উদ্দিন।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ