হোম > অপরাধ > ঢাকা

দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু, এক দিন পর মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহি বুলবুল (৩৪) নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। 

আজ সোমবার মামলার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিজুর রহমান। 

ওসি মোস্তাজিজুর বলেন, গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাজীপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহত হন। ছুরিকাঘাতে নিহত হলেও দুর্বৃত্ত চিকিৎসকের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইলফোন নেয়নি। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামির গ্রেপ্তার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 

 এ ঘটনায় গতকাল রোববার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, চিকিৎসক বুলবুল গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। বুলবুল তাঁর সহকারীকে ফোন দিয়েছিলেন। বুলবুলের ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর কাছে টাকাপয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে। এটি হত্যা নাকি ছিনতাই সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ডিসি আ স ম মাহাতাব উদ্দিন।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে