হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে বাসা থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সদরুল আলম। আজ রোববার দুপুরে আরশিনগর এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সদরুল আলম রাজধানীর বাংলামোটরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ওই বাসায় একাই ভাড়া থাকতেন সদরুল। তাঁর দুই কন্যা সন্তান নিয়ে স্ত্রী থাকতেন রংপুরের গ্রামের বাড়িতে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাতে পাশের ভবনের চতুর্থ তলায় চুরির ঘটনা ঘটেছে। ওই চোর চক্রের সদস্যরাই রাতে ফ্ল্যাটের ভেন্টিলেটর দিয়ে ঢুকে তাঁকে হত্যা করতে পারে। 

আঁটিবাজার ফাঁড়ির পুলিশ বলছে, ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। 

পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন বলেন, ‘আমরা তাঁর লাশ উদ্ধার করেছি। কি কারণে এ হত্যাকাণ্ড আপাতত বলা যাচ্ছে না। তবে বিষয়টি জানার চেষ্টা চলছে।’ 

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তি রক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী