হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে বাসা থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সদরুল আলম। আজ রোববার দুপুরে আরশিনগর এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সদরুল আলম রাজধানীর বাংলামোটরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ওই বাসায় একাই ভাড়া থাকতেন সদরুল। তাঁর দুই কন্যা সন্তান নিয়ে স্ত্রী থাকতেন রংপুরের গ্রামের বাড়িতে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাতে পাশের ভবনের চতুর্থ তলায় চুরির ঘটনা ঘটেছে। ওই চোর চক্রের সদস্যরাই রাতে ফ্ল্যাটের ভেন্টিলেটর দিয়ে ঢুকে তাঁকে হত্যা করতে পারে। 

আঁটিবাজার ফাঁড়ির পুলিশ বলছে, ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। 

পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন বলেন, ‘আমরা তাঁর লাশ উদ্ধার করেছি। কি কারণে এ হত্যাকাণ্ড আপাতত বলা যাচ্ছে না। তবে বিষয়টি জানার চেষ্টা চলছে।’ 

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন