হোম > অপরাধ > ঢাকা

ফেসবুকে ‘মহানবীকে নিয়ে কটূক্তি’, মিরপুরে একজনকে মারধরের পর পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগ তুলে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে এক ব্যক্তিকে মারধর করেছে উত্তেজিত জনতা। 

আজ রোববার সন্ধ্যার পর খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর জের ধরে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে।

মিরপুর বিভাগের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রোববার সন্ধ্যা ৭টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়তে হয়েছে। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

‘হাফিজ সিরাজী’ নামে একটি ফেসবুক আইডি থেকে বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, কয়েক মাস ধরে মহানবীকে (সা.) নিয়ে এই আইডি থেকে নানা কটূক্তি করা হচ্ছে।

রাত পৌনে ১০টার দিকে ওসি হাফিজুর বলেন, ‘মহানবীকে (সা.) কটূক্তি করেছে এমন অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে জনতা। তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এর ফলে আমাদের ওপর হামলা করেছে স্থানীয়রা। এখনো থেমে থেমে হামলা করা হচ্ছে। কতজন আহত হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না।’

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার মহিদউদ্দিন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এই উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। যে এই পোস্ট দিয়েছে তাকে আমরা আটক করেছি। অনুভূতির কথা বলে এখানকার কিছু মানুষ ও কিছু সুযোগ সন্ধানী মানুষ মিলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে।’

তিনি আরো বলেন, ‘আমরা দুই থেকে আড়াই ঘণ্টা কাজ কছি। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।’

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ