রাজধানীর মিরপুর ১৩ নম্বরের কাফরুল এলাকায় ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে একজনকে মারধরের পর পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।
আজ সোমবার কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে বলে নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লা।
কাফরুল থানায় দায়ের করা দুই মামলার একটি ডিজিটাল সিকিউরিটি আইনে, অপরটি আরেকটি পুলিশের কর্তব্যে বাধাদানের।
জসীম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার আসামি পুলিশ হেফাজতে রয়েছেন। ধর্মীয় উসকানির অভিযোগ তুলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো মতাদর্শ কাজ করেছে কি না তাও খতিয়ে দেখা হবে।’
পুলিশের কর্তব্যকাজে বাধার অভিযোগে আরেকটি মামলায় অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফেসবুকে ধর্মীয় কটূক্তিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ীকে স্থানীয় জনতা মারধর করে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।