হোম > অপরাধ > ঢাকা

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আরব আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী পুরান ভাষানচর এলাকার বাসিন্দা। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাষানচর এলাকার প্রয়াত বিল্লাত আলীর দুই ছেলে আব্দুল হক মিয়া (৬০) ও মো. কাদের আলীর (৬৫) মধ্য বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। জমিটি নিয়ে উভয়ের মধ্যে মামলা চলছে। এ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার ঝগড়ারও হয়। এ সময় তাঁদের প্রতিবেশী আরব আলী মধ্যস্থতা করে মীমাংসা করে দিয়েছিলেন। 

আজ সকালে আব্দুল হক মিয়া তাঁর লোকজনদের দিয়ে বিরোধপূর্ণ ওই জমিটি পরিষ্কার করাচ্ছিলেন। কাদের আলী এসে বাধা দেন। উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। প্রতিবেশীরা আরব আলীকে ঝগড়া থামাতে ডেকে নিয়ে যান। সে সময় দুই ভাই লাঠি নিয়ে মারামারি করেন। আকবর আলী তাঁদের থামাতে গেলে মাথায় লাঠির আঘাত পড়ে। এতে জ্ঞান হারান আরব আলী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা