হোম > অপরাধ > ঢাকা

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আরব আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী পুরান ভাষানচর এলাকার বাসিন্দা। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাষানচর এলাকার প্রয়াত বিল্লাত আলীর দুই ছেলে আব্দুল হক মিয়া (৬০) ও মো. কাদের আলীর (৬৫) মধ্য বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। জমিটি নিয়ে উভয়ের মধ্যে মামলা চলছে। এ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার ঝগড়ারও হয়। এ সময় তাঁদের প্রতিবেশী আরব আলী মধ্যস্থতা করে মীমাংসা করে দিয়েছিলেন। 

আজ সকালে আব্দুল হক মিয়া তাঁর লোকজনদের দিয়ে বিরোধপূর্ণ ওই জমিটি পরিষ্কার করাচ্ছিলেন। কাদের আলী এসে বাধা দেন। উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। প্রতিবেশীরা আরব আলীকে ঝগড়া থামাতে ডেকে নিয়ে যান। সে সময় দুই ভাই লাঠি নিয়ে মারামারি করেন। আকবর আলী তাঁদের থামাতে গেলে মাথায় লাঠির আঘাত পড়ে। এতে জ্ঞান হারান আরব আলী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ