হোম > অপরাধ > ঢাকা

বিয়ে বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা, ৯ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিয়ে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মোহাম্মদ শরীফ মাতবর শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ড ঘটানোর পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৯ সালে আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. মোস্তাফিজুর রহমান জানান, ২০১৩ সালের এপ্রিলে স্থানীয় বিয়ে বাড়ির অনুষ্ঠানে শরীফ মাতবর ওরফে শরীফ পূর্ব শত্রুতার জেরে সামছুল হক নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার পর থেকেই শরীফ পলাতক ছিল। সে ছদ্মবেশে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। আবার মামলার বিচার শেষে আদালত ২০১৯ সালে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে শরীফ কামরাঙ্গীরচর থানা এলাকায় আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার