হোম > অপরাধ > ঢাকা

বিয়ে বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা, ৯ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিয়ে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মোহাম্মদ শরীফ মাতবর শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ড ঘটানোর পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৯ সালে আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. মোস্তাফিজুর রহমান জানান, ২০১৩ সালের এপ্রিলে স্থানীয় বিয়ে বাড়ির অনুষ্ঠানে শরীফ মাতবর ওরফে শরীফ পূর্ব শত্রুতার জেরে সামছুল হক নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার পর থেকেই শরীফ পলাতক ছিল। সে ছদ্মবেশে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। আবার মামলার বিচার শেষে আদালত ২০১৯ সালে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে শরীফ কামরাঙ্গীরচর থানা এলাকায় আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে