হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীতে ট্রেনে ঢিল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাই, আহত ৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢিল ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল নিয়ে যায় তারা। 

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের গতি কমিয়ে আনেন চালক। আর এই সুযোগে স্টেশনে আগে থেকে অবস্থান করা ছিনতাইকারীরা ট্রেনটি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। এই ফাঁকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ সময় অন্তত ৫ যাত্রী আহত হন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমি কিছুটা জানতে পেরেছি। তাৎক্ষণিক আমরা খবর পাইনি। কেউ অভিযোগও করেনি। ট্রেনের স্টুয়ার্ড (টিকিট দেখভাল করেন) ঢিলের আঘাতে আহত হয়েছেন। বিষয়টি কমলাপুর রেলওয়ে স্টেশনে খবর নিয়ে জানতে হবে।’

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি